টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল -১ আসনের (ধনবাড়ী – মধুপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলার ৪ নং কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ শিমলাপাড়ায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে এলাকার জনসাধারণের সাথে রাজনৈতিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় সভাপতিত্ব করেন চাপাইদ শিমলাপাড়ার স্হানীয় বিএনপির নেতা মোঃ সাফাউদ্দিন । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ ।
মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুপুর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মধুপুর উপজেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম মেম্বার,কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আবু হানিফ প্রমুখ । এছাড়াও সভায় মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ড এর সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মেম্বার সহ কুড়াগাছা ইউনিয়ন এর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
লেফটেন্যান্ট কর্নেল আজাদ বলেন, ” মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে । রাস্তা ঘাটের উন্নয়ন সাধন করতে হবে । আমাদের সন্তানদের কর্মমুখী শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে । বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার উপর নজর দিতে হবে । সন্তানদের বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ভিন্ন ভাষা রপ্ত করতে হবে । ইংরেজি, ফরাসি, চায়নিজ, আরবি সহ বিভিন্ন ভাষা রপ্ত থাকলে সন্তানরা বিদেশে বেশি বেতনে কাজ করতে পারবে । তাই কারিগরী শিক্ষার ব্যবস্থার উন্নয়ন এর দিকে জোর দিতে হবে । আমাদের ধনবাড়ী মধুপুরে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে । যেখানে আমার আপনার সন্তান বাড়ির ভাত খেয়ে কারিগরী শিক্ষা গ্রহণ করতে পারে । আমি এমপি হতে পারলে আমার নেতা তারেক রহমান এর মাধ্যমে ধনবাড়ী মধুপুরে দশটা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো “।