টাঙ্গাইলের ভূঞাপুরে বাগবাড়ি গ্রামে পরিত্যক্ত একটি বাড়ির গাছ থেকে হালিমা বেগম (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হালিমা বাগবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের মা ছিলেন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে হালিমা বাবার বাড়ি বেড়াতে যান। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ার পর পরিত্যক্ত বাড়ির পাশে গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে এবং তদন্ত অব্যাহত আছে।