টাঙ্গাইলের বাসাইলে মামুন মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকা থেকে আটক করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ দণ্ডাদেশ দেন। শনিবার (৩০ আগস্ট) সকালে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তের পরিচয় কারাদণ্ডপ্রাপ্ত মামুন মিয়া বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। অভিযোগ ও মামলা মামুনের বিরুদ্ধে বাসাইল থানায় তিনটি, দেলদুয়ার থানায় একটি মাদক মামলা রয়েছে। এছাড়া আরও দুইটি সাধারণ ডায়েরিও রয়েছে তার নামে। তাকে গ্রেফতারে প্রশাসন দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল।
অভিযান ও সাজা গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম যৌথবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে আটক করেন। তার কাছ থেকে ইয়াবা, গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পুলিশের বক্তব্য বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “ভ্রাম্যমাণ আদালতে মামুনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”