টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর বিশাল জনসভা শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে যদুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী – মধুপুর) এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী ।
ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ আব্দুল বাতেন এর সঞ্চালনায় এবং যদুনাথপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় ধনবাড়ী উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এর সাবেক নেতৃবৃন্দ, এলাকায় জনসাধারণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ আলী বলেন, ” একটি মহল নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে থামিয়ে দেওয়ার জন্য । আমি বিএনপির জন্য অতীত সরকারের নির্যাতন সহ্য করে একাধিকবার জেল খেটেছি । আমার লোকজন কোন চাঁদাবাজির সাথে , সালিশের সাথে, দখলবাজির সাথে জড়িত নয়, ভবিষ্যতেও থাকবে না ।
ধনবাড়ী – মধুপুরে আমার যথেষ্ট জনপ্রিয়তা আছে, যার প্রমাণ আজকের জনসভায় আপনাদের উপস্থিতি । আমার এবং আমার কর্মীদের ইমেজও যথেষ্ট ভালো । কাজেই মনোনয়ন এর যোগ্যতার জন্য সবগুলো দিক বিবেচনা করলে আমি অন্যদের থেকে দশগুণ এগিয়ে আছি “। জনসভার পূর্বে বিশাল মোটরসাইকেল শোডাউন সম্পন্ন করেন এডভোকেট মোহাম্মদ আলীর ধনবাড়ী উপজেলার হাজার হাজার নেতাকর্মী ।