টাঙ্গাইলে ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘাটাইল উপজেলা ও পৌর শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৫টায় ঘাটাইল কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা,সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাঃ এম.এ সাত্তার সহ উপজেলা ও পৌর বিএনপি ছাত্রদল, যুবদল ও সহযোগী,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।