মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে কবিকণ্ঠে কবিতাপাঠ, আলোচনা ও ড. ইউসুফ খানের Let’s Move গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ই ফেব্রুয়ারি, শনিবার ‘ঘাটাইল সাহিত্য পরিষদ’র উদ্যোগে ও সময়ের সাহিত্যকণ্ঠের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই কবি আযাদ কামাল রচিত ‘আমাদের ঘাটাইল’ উদ্বোধনী সংগীত হিসেবে পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি ফেরদৌস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক বুরো বাংলাদেশের চেয়ারপার্সন ড. ইউসুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাশিল্পী দৈনিক সময়ের আলো পত্রিকার সহকারী সম্পাদক আলমগীর রেজা চৌধুরী, সোনালী ব্যাংকের সাবেক জিএম আহমেদ সবুর, এস নব উদ্দীপন সংঘের নির্বাহী পরিচালক মো. এনায়েত করিম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন ও সংস্কৃতিজন খায়রুজ্জামান ভূূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘাটাইল সাহিত্য পরিষদের সহসভাপতি মো. শরীফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম বাদল ও কবি ছাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘ঘাটাইল সাহিত্য পরিষদ’র নির্বাহী পরিচালক কবি আযাদ কামাল ।
কবিতাপাঠ ও প্রতিক্রিয়া জানাতে অংশ নেন কবি মুসাফির, শাহ আব্দুর রশিদ, মো. আমিনুজ্জামান, আব্দুস সালাম ভূঁইয়া, বিশ্বজিৎ চক্রবর্তী, নুসরাত জাহান মিনা, আখতার হোসেন খান, শাজু রহমান, সাজ্জাদ রহমান, ফিরোজ আহমেদ বাবুল, ড. আলী রেজা, কানিজ ফাতেমা, নাঈম, খালেক মাহমুদ, আবৃত্তিশিল্পী কানিজ লিপু, বিষ্ণু প্রিয় দীপ, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক লুৎফর রহমান, নেপাল সূত্রধর চয়ন, শাহরিয়ার সুমন, মুক্তার হোসেন, লুৎফর রহমান, সাদিয়া ইসলাম ও সজীব, আনোয়ারসহ প্রায় ৫০ জন কবি।