টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যকর্ণা গোরস্থান, ঈদগাহ,মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ১২তম ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যকর্ণা ঈদগা মাঠ প্রাঙ্গণে মধ্যকর্ণা গোরস্থান, ঈদগাহ,মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ কুরবান আলী মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনায়েত করিমের পরিচালনায় ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির।
ইসলামী মহা সম্মেলনে ওয়াজ নসিহত করেন সিলেট, মুহাদ্দি, জামিয়া মুফতি আবুল কালাম যাকারিয়া মাদ্রাসার মুফতি মুনঞ্জুরুল হক নোমানী হবিগঞ্জ,কদমতলী মাদ্রাসায়ে দারুল উলুম কারিমিয়া মুহতামিম মাওলানা রেজাউল করিম,সিরাজগঞ্জ, বেলকুচি মুকুন্দুগাতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা মোঃ আরিফুল ইসলাম সিরাজী।
এ সময় মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।











