টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
বুধবার সকালে কালিহাতী বাসষ্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার হামিদপুর বাসষ্ট্যান্ড থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আকবর জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন ও কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু হাসিনার প্রেতাত্মারা এখনো দেশের মাটিতে ঘাপটি মেরে আছে। আগামী ফেব্রুয়ারী মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নির্বাচন নিয়ে কোন কোন মহল নানা ষড়যন্ত্র করছে।