ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় জাল রুপিসহ বাবা ও ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের ওলিয়ার শেখ (৩৭) এবং তার ছেলে আমান শেখ (০৫)।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে খোসালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। বুধবার (২৭ আগস্ট) সকালে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ওলিয়ার শেখ দীর্ঘদিন ধরে ভারতের বিহারে বসবাস করে দর্জির কাজ করতেন। ২০১৭ সালে তিনি স্থানীয় এক নারীকে বিয়ে করেন। তবে দেশে ফেরার সময় তার কাছে বিপুল পরিমাণ জাল রুপি মেলে।
ওলিয়ারের স্বীকারোক্তি অনুযায়ী, বাগেরহাট সদর এলাকার মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি ৫ লক্ষ ৪ হাজার জাল রুপি কিনেছিলেন মাত্র ৬০ হাজার টাকায়। আটক দুজনকে পরবর্তীতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওলিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।











