বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য মো. মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছায় বরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ৩টায়, নবাগত সভাপতিকে মাদরাসা ক্যাম্পাসে স্বাগত জানান অত্র মাদরাসা সুপার মো. ওয়াহিদুজ্জামান, সহকারী সুপার শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক (বিএসসি) ফজলুর রহমান, সহকারী শিক্ষক (ইংরেজি) কামরুল হাসান, সহকারী শিক্ষক (কৃষি) নজরুল ইসলাম এবং অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
ডা. মো. রফিকুল ইসলাম বলেন, আমি অতীতেও এই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকাকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছি, এখন থেকে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে সকল উদ্যোগ নেয়া হবে।
জানা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যান এর নির্দেশে রেজিষ্ট্রার (প্রশাসন) অধ্যাপক আবদুস ছাত্তার মিয়া সাক্ষরিত প্রজ্ঞাপনে, গত ২৪এপ্রিল ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি অনুমোদন করা হয়। এতে ডা. মো. রফিকুল ইসলামকে সভাপতি, মো. মোজাম্মেল হককে অভিভাবক সদস্য, মুহাম্মদ নজরুল ইসলামকে সাধারণ শিক্ষক সদস্য এবং মাদরাসার সুপারকে সদস্য সচিব করা হয় ।
উল্লেখ্য, ১৯৯৯-২০০৬সাল পর্যন্ত ডা. মো. রফিকুল ইসলাম অত্র মাদরাসার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
টাঙ্গাইলের ধনবাড়ীতে নারীদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি (ভিজিডি) ৫ মাসের চাল বিতরণ করা হয়েছে। ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের দুইশত এক টি কার্ডধারী ভাতাভোগীদের মাঝে জনপ্রতি ৫ মাসের তিন বস্তায়...
টাঙ্গাইলের কালিহাতীতে তোফাজ্জাল হোসেন তুহিন কারিগরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ অভিযোগ উঠেছে। এমনকি উপজেলা শিক্ষা অফিসার, বোর্ড প্রতিনিধি ও ডিজি প্রতিনিধির স্বাক্ষরও...
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলকে (২৬) মারুফ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২২ মে) সকালে টাঙ্গাইল সদর...