টাঙ্গাইল জেলা প্রশাসকের গাড়ি চালক ঝন্টু চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সাবেক জেলা প্রশাসক আতাউল গণির সময় থেকেই বিষয়টি আলোচনায় আসে বলে জেলা প্রশাসক কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবগত করা হলেও এখনও তাঁর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিস্তারিত সূত্র জানায়, বিজয়া দশমীর ছুটির দিনে ঝন্টু চক্রবর্তী অনুমতি ছাড়া জেলা প্রশাসকের গাড়ি (টাঙ্গাইল-ঘ-১১-০০৫৫) নিয়ে টাঙ্গাইলের পতিতালয় থেকে একজন নারীকে গাড়িতে তুলে আনেন। নিরালা মোড় এলাকায় গাড়িটি চলাচল করার সময় এ দৃশ্য প্রত্যক্ষ করেন টাঙ্গাইল পৌরসভার মেয়রের গাড়ি চালক সুলতান।
এছাড়া ঝন্টু চক্রবর্তীর বিরুদ্ধে সার্কিট হাউজ ও পতিতালয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের (হিজড়া) সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে। বিষয়টির কিছু ভিডিও ফুটেজ বিভিন্নজনের কাছে রয়েছে বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য টাঙ্গাইল পৌরসভার মেয়রের গাড়ি চালক সুলতান বলেন, “ঘটনার দিন আমি নিরালা মোড়ে রাস্তা পার হচ্ছিলাম। তখন জেলা প্রশাসকের গাড়ির সামনের সিটে একজন নারীকে বসে থাকতে দেখি। তবে গাড়িটি থামিয়ে কিছু জিজ্ঞেস করার সুযোগ ছিল না।”
অন্যদিকে জেলা প্রশাসনের আরও কয়েকজন গাড়ি চালক সরাসরি ঘটনা স্বীকার না করলেও তাঁদের কথাবার্তায় অভিযোগের সত্যতা আংশিকভাবে প্রতীয়মান হয়। অভিযুক্ত চালকের প্রতিক্রিয়া অভিযুক্ত চালক ঝন্টু চক্রবর্তী প্রথমে অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট দাবি করেন। তবে ভিডিও প্রমাণ দেখানোর পর তিনি বলেন, “ভুল মানুষই করে।”
প্রশাসনের অবস্থান টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি কিছুদিন আগের হলেও যেহেতু আমাদের নজরে এসেছে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” তবে অভিযোগ পাওয়ার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।