বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কি সত্যিই বিবাহিত? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে বিবাহিত বলে দাবি করে তিনি চমকে দিয়েছেন ভক্তদের। আর স্বামীর জায়গায় নাম এসেছে দীর্ঘদিনের বন্ধু ওরহান অবাত্রামণি (ওরি)-এর।
মুম্বাইয়ের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ ওরি, প্রায় সব তারকার সঙ্গেই যাকে দেখা যায়। পার্টি, ছুটি বা রেস্তোরাঁ— সব জায়গাতেই জাহ্নবী ও ওরিকে একসঙ্গে দেখা যায়। তাই ব্যক্তিগত প্রশ্ন এড়াতে এবং অস্বস্তিকর পরিস্থিতি সামাল দিতে অভিনেত্রী নাকি বন্ধুর নামেই ভরসা রাখেন।
সম্প্রতি ‘পরম সুন্দরী’ গানের প্রচারণায় সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন জাহ্নবী। সেখানে তিনি জানান, বিদেশে থাকার সময় প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। এমন অবস্থায় তিনি বলেন, “আমি বিবাহিত।” একবার তো ওরিকে স্বামী হিসেবে পরিচয়ও দিয়েছিলেন, শুধুমাত্র পরিস্থিতি সামলাতে।
প্রশ্ন করা হলে— প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সবচেয়ে অদ্ভুত অজুহাত কী ব্যবহার করেছেন? জাহ্নবী হাসিমুখে বলেন, “একবার আমি আমার ঘনিষ্ঠ বন্ধু ওরিকে স্বামী বলে পরিচয় দিয়েছিলাম, যাতে কেউ আমাকে বিরক্ত না করে।”
বর্তমানে তবে জাহ্নবী কাপুর প্রেম করছেন শিখর পাহাড়িয়ার সঙ্গে। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও মন্দিরে একসঙ্গে দেখা যায় তাদের। পরিবারও ইতিমধ্যেই এই সম্পর্ক মেনে নিয়েছে। খুব শিগগিরি না হলেও, একসময় বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি— এমনটাই বলছে বলিউড অঙ্গন।