জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন শেখ সাদী হাসান (মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী)। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন তানজিলা হোসাইন বৈশাখী (১৩ নং ছাত্রী হলের সভাপতি)।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন পেয়েছেন: যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ): সাজ্জাদুল ইসলাম’ যুগ্ম সাধারণ সম্পাদক (নারী): আঞ্জুমান আরা ইকরা. শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইয়ামিন হাওলাদার।পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: লিখন চন্দ্র রায়. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদ হাসান খান। সাংস্কৃতিক সম্পাদক: আবিদুর রহমান।
;সহ-সাংস্কৃতিক সম্পাদক: পারভেজ হাসান নিশান ‘নাট্য সম্পাদক: আমিনুল ইসলাম ‘তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: জাবের হাসান। সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: তাওহিদুর রহমান খান ‘সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): শাকিল সর্দার ।সহ-সমাজসেবা সম্পাদক (নারী): কাজী মৌসুমী আফরোজ ‘ক্রীড়া সম্পাদক: উজ্জ্বল হাসান।
সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): রুহুল আমিন সুইট সহ-ক্রীড়া সম্পাদক (নারী): শাহানাজ পারভীন শানু। পরিবহন ও যোগাযোগ সম্পাদক: জহিরুল ইসলাম স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: মমিনুল ইসলাম।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ (২৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামীকাল ২৯ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর শুরু হবে প্রচার-প্রচারণা। আসন্ন জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর।