জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট)। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলবে।
এর আগে, বুধবার (২৭ আগস্ট) আপিল শুনানির পর যাচাই-বাছাইয়ে বাদ পড়া ১৩ জন প্রার্থিতা ফিরে পান। এর ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২৬৯ জন। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট) প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর থেকে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।
এদিকে, জাকসু ও হল সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ঠেকাতেও বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারের জাকসু নির্বাচনের জন্য, যা দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।