ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একজন প্রার্থী তার সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। প্রতিটি বিলবোর্ডের দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট এবং প্রস্থ ৯ ফুট নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নতুন করে সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনের দিন ও প্রচারণার সময় কোনো ধরনের ড্রোন, কোয়াড কপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করা যাবে না।
এছাড়া, নারীদের সাইবার বুলিং প্রতিরোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা না চালানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা বা অপপ্রচার চালালে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
আচরণ বিধিমালা ভঙ্গ করলে শাস্তির পরিধি বাড়ানো হয়েছে। নতুন বিধান অনুযায়ী, প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে এবং জরিমানার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি, ছয় মাসের কারাদণ্ডের পূর্বের বিধান বহাল রাখা হয়েছে।ইসির প্রস্তাব অনুযায়ী, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পূর্বের বেশিরভাগ ধারা বহাল থাকলেও নতুন কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে।