জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ৭ম দিন উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একাডেমিক ভবন, আবাসিক হল, বট তলা, মুরাদ চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে গণসংযোগ করছেন প্রার্থীরা। ভোটারদের জন্য নানা প্রতিশ্রুতি প্রদান করছেন তারা।
এরইমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র সমমিলনসহ মোট ৭টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসুর ভোটগ্রহণ। নির্বাচনের অবাধ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে, সকল প্রার্থীকে ডোপ টেস্ট করাতে হবে বলে জানিয়েছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে গিয়ে ডোপ টেস্ট করাতে পারবেন। এ বিষয়ে আগে কয়েকজন প্রার্থী বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি তুলেছিলেন।কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ২৫টি পদে এবার লড়াই করবেন মোট ১৭৯ জন প্রার্থী, আর ভোটার সংখ্যা প্রায় ১২ হাজার।