মোঃ এরশাদ, মাভাবিপ্রবি সংবাদদাতা: টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে জমকালো আয়োজনে আন্তব্যাচ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা এবং ৭ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মেডেল প্রাপ্ত বিভাগীয় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৬ই নভেম্বর (রবিবার) বিকাল ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: নাজমুস সাদেকীন। সমাপনী বক্তব্যে তিনি
বলেন, প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই, কিন্তু সবচেয়ে বড় অর্জন হলো অংশগ্রহণ, খেলোয়াড়সুলভ মনোভাব এবং একে অপরের প্রতি শ্রদ্ধা। আশা করি তোমরা এই অভিজ্ঞতাকে ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথে কাজে লাগাতে পারবে।
এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
টুর্নামেন্টে বিভাগের মোট ৫ টি দল অংশগ্রহণ করে। খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্সে মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস, তুমুল প্রতিযোগিতা ও প্রাণবন্ত সমর্থকদের উৎসাহ। নির্ধারিত সময় শেষে ফাইনাল ম্যাচে ব্যাচ ৯ বিজয়ী হয় এবং ব্যাচ ১৩ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি, মেডেল ও ৭ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মেডেল প্রাপ্তদের সংবর্ধনা জানানো হয়।
আয়োজকরা জানান, ছাত্রছাত্রীদের মধ্যে সৌহার্দ্য, দলগত কাজের দক্ষতা এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এ টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করা হয়।

অর্থনীতি বিভাগের এ আয়োজনকে সফল করতে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন টুর্নামেন্ট কমিটি। অনুষ্ঠানের মাধ্যমে বিভাগে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বলে অংশগ্রহণকারীরা জানান।
পরবর্তীতে গ্র্যান্ড ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











