সমাচার ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া এলাকায় ছিনতাই করতে এসে গ্রেফতার হওয়া মানিকগঞ্জের দৌলতপুর থানার দুই পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে পাঠায় মির্জাপুর থানা পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- কনস্টেবল রিপন রাজবংশী এবং মহসিন মিয়া। তাদের একজনের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায় এবং আরেকজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল আদালতের (কোর্ট ইন্সপেক্টর) পরিদর্শক তানভীর আহমেদ।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ রাতে মহাসড়কে একটি পিকআপভ্যানের চালক ও তার সহকারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন তাদের আটক করে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তাদেন গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গ্রেফতারকৃতদের দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে মির্জাপুর থানা পুলিশ।