মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টায় ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার মমতাজ বেগম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময় বিকাল ৪ টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে পুরো নির্বাচন কেন্দ্র সরব ও প্রাণবন্ত হয়ে ওঠে।
গণনা শেষে সাধারণ অভিভাবক সদস্য পদে নাজিম উদ্দিন, হাফিজুর রহমান, মোঃ রকিবুল হোসেন (শহিদুল), মোঃ রিপন মিয়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ আলেয়া খাতুন নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা সকল অভিভাবক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার পরিবেশ সুদৃঢ়করণ ও শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রিসাইডিং অফিসার মমতাজ বেগম জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মাদ্রাসা সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত অভিভাবক সদস্যরা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।











