৫ সেপ্টেম্বর: নেইমার, ভিনিসিয়ুস কিংবা রদ্রিগোর মতো তারকা ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামে ব্রাজিল। তবে নতুন কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা একেবারেই নিরাশ করেনি সমর্থকদের। দাপুটে ফুটবল উপহার দিয়ে চিলিকে ৩-০ গোলে হারিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বে সহজ জয় তুলে নিয়েছে সেলেসাওরা।
মারাকানায় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে আলো ছড়ান ব্রাজিলের তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান, যিনি ‘মেসিনিও’ (ছোট মেসি) নামে পরিচিত। মেসির ভক্ত এই ফরোয়ার্ড ৩৯ মিনিটে দারুণ এক গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন।
প্রথমার্ধে ১-০ গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আনচেলত্তির দল। ৭২ মিনিটে লুকাস পাকেতা ব্যবধান দ্বিগুণ করেন, আর ৭৬ মিনিটে গুইমারেস স্কোরলাইন ৩-০ করে ম্যাচের ফল নিশ্চিত করেন।
পুরো ম্যাচে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে ছিল ব্রাজিলের আধিপত্য। ৬৫ শতাংশ বল দখলে রেখে তারা মোট ২২টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, চিলি চেষ্টা করলেও ব্রাজিলিয়ান ডিফেন্স ভাঙতে পারেনি। এই জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করলো আনচেলত্তির ব্রাজিল, যা সমর্থকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।