চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন।
আন্দোলন চলাকালে উপাচার্য মুহাম্মদ ইয়াহিয়া আখতার ও প্রক্টর现场ে গিয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। তবে এ সময় শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাদের।
শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো— রেলক্রসিং ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তল্লাশি চৌকি বসানো, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন, সংঘর্ষে জড়িত দোষীদের আইনের আওতায় আনা, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত সম্পন্ন করা।
এর আগে, শনিবার গভীর রাতে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে অনেককেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কারণে তারা এ আন্দোলনে নেমেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।