দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এবং সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত তফসিল অনুযায়ী: খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১ সেপ্টেম্বর .মনোনয়নপত্র বিতরণ: ১৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই: ১৬ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ: ২১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২৩ সেপ্টেম্ব ‘ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর
ভোটগ্রহণ: ১২ অক্টোবর এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, চাকসু নির্বাচনের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। শিগগিরই নির্বাচনী আচরণবিধি প্রকাশ করা হবে। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হবে বলেও তিনি জানান।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে কার্যনির্বাহী কমিটির পদসংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ২৮ করা হয়েছে। সদস্য ও প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ বছর। নির্বাহী সদস্যের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৫ জন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। তবে এত বছরেও মাত্র ৬ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর নানা কারণে নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি।