চট্টগ্রামে স্বতন্ত্র চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে ‘চট্টগ্রাম চারুকলা সুরক্ষা সাংস্কৃতিক ঐক্য’। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও চট্টগ্রাম চারুকলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে এখনো স্বতন্ত্র চারুকলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, যা রাষ্ট্রের ব্যর্থতা।” তাদের মতে, বাংলাদেশের সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে একটি চারুকলা বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি।
শিক্ষক-শিক্ষার্থীরা আরও বলেন, চট্টগ্রাম চারুকলা কলেজ বর্তমানে বন্ধ থাকলেও সেখানে ক্লাব প্রতিষ্ঠার তোড়জোড় চলছে। তারা স্পষ্ট করে জানান, ওই কলেজ প্রাঙ্গণে ক্লাব বা অন্য কোনো কার্যক্রম নয়, বরং স্বতন্ত্র চারুকলা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।