ঘাটাইলে তুচ্ছ ঘটনায় মাদকাশক্ত ছেলে আসলামের (৩৫) হাতে খুন হয়েছে আরশেদ আলী (৮০) নামের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের দুর্গম এলাকা হামকুড়া গ্রামে।
স্থানিয় ওয়ার্ড মেম্বার এসএম আ: মালেক জানান, বৃদ্ধার ছেলে আসলাম একজন নেশাগ্রস্থ। বাবা মায়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া ঝাটি হয়। আমি অনেকবার শালিশ করেছি। সে একাধিক বিয়েও করেছে। কিন্তু কোন বউ-ই তার কাছে থাকতে পারে নাই। ঘটনার সময় সকাল সাড়ে ৯ টার দিকে তার বৃদ্ধ বাবা আরশেদ আলী বাড়ির বাহিরে রোদে বসেছিল। পাশের বাড়ির লাল মিয়া নামে এক ব্যক্তিকে তার দা চুরি করে নিয়েছে এমন কথা বললে সে তার দা খানা নিয়ে আসলামের বাবার কাছে গিয়ে বলে এটা আমার দা।
অথচ আসলাম আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। তখন বৃদ্ধা তার ছেলেকে (আসলাম) বলছিল অহেতুক কাউকে চোর বলা ঠিক না। এ কথা বলার সঙ্গে সঙ্গেই কাছেই থাকা একটি বাঁশের খন্ড দিয়ে তার বাবার মাথায় কয়েকবার আঘাত করে। এতে মাথা থেতলে যায়। পরে স্থানিয়রা হাসপাতালে নেয়ার পথে ওই বৃদ্ধা মারা যায়। প্রতিবেশী সোহরাব জানান,ছেলেটা নেশা গ্রস্থ। পর পর কয়েকটি বিয়ে করেছে। মাঝে মধ্যেই তার বাবার সঙ্গে ঝগড়া হতো।ছেলের হাতে পিতার নির্মম ভাবে খুন হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
জানতে চাইলে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বাঁশের লাঠি দিয়ে পেছন দিক থেকে বাপের মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। আসামী ধরার চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে।











