আব্দুল লতিফ: বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে তারুণ্য শক্তি ছিল মূল নিয়ামক। সেই অভ্যুত্থানে সৃষ্ট বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনেও তরুণরাই জনতাকে সাথে নিয়ে প্রধান ভূমিকা রাখবে। এমন প্রত্যয়ে ‘ছাত্র জনতা লড়বে, সোনার বাংলা গড়বে’ স্লোগান জুড়ে।
এই শ্লোগান প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলে “তারুণ্যের চোখে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন ছাত্র সামজের ব্যানারে এমন সময়োপযোগী কর্মসূচি আয়োজন হয়েছিল। এতে দেশের বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন ও কর্মরতসহ পেশাজীবীদের সাথে ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাওলাভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের সহকারী রেজিস্টার মীরজা রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন,বাংলাদেশ অগ্রণী ব্যাংক অফিসার সমিতির যুগ্ম সম্পাদক বায়েজিদ হোসেন লিপু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান আওয়াল,সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুব আল খান পালন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক অলি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র ইমরান হাসান সাবেক ছাত্র নেতা জাহিদ হাসান আরিফ, ইঞ্জিনিয়ার সেলিম, সাবেক সেনা সদস্য আব্দুল মালেক দেওয়ান এবং স্থানীয় ছাত্র নেতারা। বক্তরা সংগ্রামপুর ইউনিয়নকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি মডেল ইউনিয়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন সেই সঙ্গে সন্ধ্যানপুর স্কুল এন্ড কলেজের দূর্নীতি গ্রস্থ অধ্যক্ষ আব্দুল বাছেদ আকন্দের পদত্যাগের দাবি করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজর সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন তারেক।