সমাচার ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে পাচটি গরুসহ গাড়ি রেখে পালিয়েছে চোরচক্রের সদস্যরা। পরে উত্তেজিত গ্রামবাসী গরুগুলো উদ্ধারের পর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, একটি ট্রাকে পাঁচটি গরু নিয়ে যাওয়ার সময় তাদের আচরণ অস্বাভাবিক মনে হয়। পরে তাদের সন্দেহ হলে স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করে। এসময় ট্রাক চালক কি করবে, কোন দিকে যাবে তা না বুঝতে পেরে উপজেলার জামুরিয়ার গালা এলাকার গ্রামীণ রাস্তার উপর গরুসহ গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে গ্রামের রোকজন ট্রাক থেকে গরু নামিয়ে গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় এখনও গাড়ির মালিকের নাম পরিচয় জানা যায়নি।
ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান জানায়, চোর চক্রের সদস্যরা আশপাশের কোন এলাকা থেকে গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল। পরে ধরা পড়ার ভয়ে গরুসহ গাড়ি রেখে পালিয়ে যায় প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।