আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর ভোরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। তার আগে প্রথমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন ‘এলএমটেন’।
ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি। আর ঘরের মাঠে এটিই হতে পারে তার প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ। অধিনায়ক নিজেই বলেছেন, ‘এই ম্যাচটা আমার জন্য বিশেষ কিছু, খুব বিশেষ। কারণ, এটা বাছাইপর্বের শেষ ম্যাচ (বুয়েন্স এইরেসে)।’
আর্জেন্টিনা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার মিশনে নিজেকে সবসময় প্রস্তুত রাখছেন আর্জেন্টাইন লাইফলাইন। ম্যাচের দুদিন আগে বুয়েন্স এইরেসের এজেইজাতে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসির সঙ্গে ‘বডিগার্ড’ রদ্রিগো দি পল, লিওনার্দো পারেদেসরাও ঘাম ঝরান কোচ লিওনেল স্কালোনি ট্রেইনিং সেশনে।ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলের টেবিল শীর্ষে আর্জেন্টিনা। বিশ্বকাপে মেসিদের খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। এবারের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো তাই নিয়মরক্ষার। এদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির শেষ হোম ম্যাচের টিকিটের দাম বাড়িয়েছে। যার মধ্যে সবচেয়ে সস্তা টিকেটের দাম ১০০ ডলার এবং সবচেয়ে ব্যয়বহুলটির দাম প্রায় ৫০০ ডলার।