টঙ্গীতে গ্যাস লাইন বিস্ফোরণে চারমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে শিশুটির বাবা ও মা। রোববার (৩ আগস্ট) ভোরে টঙ্গীর মিরের বাজার এলাকায় একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম রায়হান। আহতরা হলেন, মোহাম্মদ রিপন (২৫) ও তার স্ত্রী মোসাম্মৎ হাফিজা আক্তার (২০)। জানা গেছে, রোববার সকালে রান্নার সময় হঠাৎ গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে তিনজন দগ্ধ হয়। পরে তাদেরকে জাতীয় বার্ন ইনিস্টিটিউটে নেয়া হলে চিকিৎসকরা রায়হানকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, টঙ্গী মিরের বাজার এলাকা থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া, রিপনের শরীরের ৮০ শতাংশ ও তার স্ত্রীর হাফিজার শরীরে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।