টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটিতে গোপালপুর উপজেলা হতে ৩১ জনের নাম অন্তর্ভূক্ত হয়েছে। এই কমিটিতে অভিজিৎ দে নিন্টু আহবায়ক ও প্রলয় কুমার কুন্ডু সদস্য সচিব হিসেবে তাদের অবস্থান নিশ্চিত করেছেন।
গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ও পদবী : আহবায়ক : অভিজিৎ দে নিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক : রনজিৎ কুমার ঘোষ, যুগ্ম আহবায়ক : বিশ্বজিৎ চক্রবর্তী, যুগ্ম আহবায়ক: গনেশ চন্দ্র পাল, যুগ্ম আহবায়ক: দিলিপ কুমার দাস, যুগ্ম আহবায়ক: উজ্জ্বল কুমার চন্দ, যুগ্ম আহবায়ক : প্লাবন চন্দ্র চন্দ, সদস্য সচিব : প্রলয় কুমার কুন্ডু, সদস্য : রাম কৃষ্ণ সাহা, সদস্য : বাঁধন সাহা, সদস্য : দেবাশীষ পাল মিঠুন, সদস্য : খোকন চক্রবর্তী, সদস্য: পিয়াস সাহা, সদস্য: সুজন ঘোষ, সদস্য: অবিনাশ রায়, সদস্য: মহাদেব রায়, সদস্য : কৃষ্ণ দাস, মনোরঞ্জন দেবনাথ, সদস্য: রতন চন্দ্র সূত্রধর, সদস্য : বাপ্পি সরকার, সদস্য : রামকৃষ্ণ পাল টিুংকু,সদস্য: বিমল চন্দ্র দাস, সদস্য : কৃষ্ণ দাস, সদস্য : সতেজ ভট্টাচার্য, সদস্য : প্রতীক পাল, মানিক চন্দ্র দাস, সদস্য : সুষম চন্দ্র দাস, বাসুদেব পাল, সদস্য : তারক চন্দ্র পাল, সদস্য : রঘুনাথ পাল, সদস্য: সুদীপ্ত দে অপূর্ব।