হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উৎযাপনের প্রথম দিন থেকেই উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিদিনই উপজেলার ৫৩টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এরই ধারাবাহিক কার্যক্রম হিসেবে বুধবার ১ অক্টোবর নবমীর দিনে মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু শারীরিক অসুস্হ্যতার কারনে স্বশরীরে উপস্হিত থাকতে না পারায় তার নির্দেশ ক্রমে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,পৌর বিএনপির সভাপতি মো.খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আমিনুল ইসলাম; সহ সভাপতি মো.,রফিকুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.আমিনুল ইসলাম,উপজেলা জাসাস সভাপতি মো.শাহানুর আহমেদ সোহাগ,স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাকির হোসেন প্রিন্স,সম্পাদক মো: সোহেল তালুকদার,শহর জাসাস আহবায়ক মো.আমিনুল ইসলাম, সহ সভাপতি মো.মুনছুর রহমান,কৃষক দলের সাধারন সম্পাদক খন্দকার মো.কামরুল ইসলাম বাবু,কৃষক দলের সম্পাদক মো: ইকবাল হোসেন,শহর শ্রমিক দলের সভাপতি খন্দকার জামাল হোসেন জামালী,সম্পাদক রাজু, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আঃ মজিদ,পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মিন্টু মিয়া , পৌরসভা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার মো বেলাল হোসেন, ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সম্পাদক মো.হাফিজুর রহমান, মো.আলমগীর হোসেন প্রমূখ।বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলার সকল পুজামন্ডপ পরিদর্শন করা সহ পুজা উৎযাপন ফ্রন্ট ও কমিটির সকল নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রবেল মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টুর শুভেচ্ছা বার্তা পৌছে দেন এবং পুজারীদের খোজ খবর নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ও মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে ভোট দেওয়ার আহবান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন : ধর্ম যার যার, বাংলাদেশ সবার। গোপালপুরের বিএনপি সবসময় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পাশে অতীতে যেভাবে ছিলো ভবিষ্যতে ঠিক সেভাবেই থাকবে।বিএনপির শাসন আমলেই হিন্দু সম্প্রদায় অধিক নিরাপদ।
গোপালপুর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুন্ডু বলেন গোপালপুর উপজেলায় মোট ৫৩টি পূজা মন্ডপে পুজা হচ্ছে। তার মধ্যে পৌরসভায় ২৫টি সহ সকল পূজা মন্ডপে খুবই শান্তিপূর্ন ভাবে পুজা কার্যক্রম পরিচালিত হচ্ছে।ইতিমধ্যে মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু মুঠোফোনে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন।
এছাড়াও জেলা প্রশাসন,জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, গোপালপুর পুলিশ প্রশাসন এবং উপজেলা বিএনপি সহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনবরত খোঁজখবর নিচ্ছেন। যার ফলে পুজারীরা নির্ভয়ে নির্বিঘ্নে তাহাদের পূজা কার্যক্রম পরিচালনা করতে পারছেন। এই জন্য ফ্রন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।