টাঙ্গাইলের গোপালপুরে বিলুপ্তপ্রায় একটি বাংলা জাতের বিশাল দেহের শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। শকুনটির ওজন প্রায় ১৫ কেজি এবং লম্বায় ১০ ফুট। শকুনটিকে একনজর দেখতে ভীর করছে উৎসুক জনতা।
গতকাল বিকেলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে শকুনটিকে আটক করে এলাকাবাসী। জানা যায়, মোহাইল গ্রামের কয়েক জন কিশোর বিলে মাছ ধরতে গিয়ে শকুনটিকে পড়ে থাকা আবস্থায় দেখতে পায়। পরে তারা শকুনটিকে বাড়ীতে নিয়ে আসে। পরদিন সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদারকে বিষয়টি অবগত করলে তিনি শকুনটিকে দেখতে যান।
এ ব্যাপারে ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, আমি শকুনটির সংবাদ পেয়ে তাৎক্ষণাৎ দেখতে যাই এবং গিয়ে দেখি শকুনটি অসুস্থ এবং ক্ষুধার্ত। তখন শকুনটিকে খাওয়ানোর জন্য কিছু গোস্ত কিনে দেই। এবং বিষয়টি ইউএনওকে অবগত করি। পরে স্থানীয়দের সহযোগিতায় বন কর্মকর্তার নিকট শকুনটিকে হস্থান্তর করা হয়।
উপজেলা বন বিভাগের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমি শকুনটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আসি এবং পরে স্থানীয় এলাকাবাসী শকুনটিকে আমার কাছে হস্তান্তর করে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আমি মোবাইল ফোন মারফত সংবাদ পাই। পরে শকুনটিকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তখন আমি তাকে চিকিৎসা দেই এবং বন বিভাগের হেফাজতে পাঠাই।
বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।