“গাছ লাগান,দেশ বাচান “-এই প্রতিপাদ্য বিষয়কে হৃদয়ে ধারণ করে তারেক রহমানের নির্দেশনায় ও মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টুর তত্ত্বাবধানে গোপালপুর উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান রয়েছে।
গোপালপুর উপজেলা কৃষক দলের আয়োজনে আজ ৩০জুন সোমবার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ পালন করা হয়।
আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্হিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক হাতেম আলী, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উপজেলা সভাপতি শাহানুর আহাম্মেদ সোহাগ,উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: মহির উদ্দিন, উপজেলা বিএনপি ও জাসাসের যুগ্ম সম্পাদক মির্জা মনিরুল ইসলাম,উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো: রোকনুজ্জামান রঞ্জু,গোপালপুর উপজেলা শহর শ্রমিক দলের সভাপতি খন্দকার জামাল উদ্দিন জামালী,টাঙ্গাইল জেলা ওলামা দলের সাবেক যুগ্ম সম্পাদক হাজ্বী মো: বোরহান উদ্দিন, শহর কৃষক দলের সাধারণ সম্পাদক মো:ইকবাল হোসেন, উপজেলা কৃষক দলের তথ্য ও গবেষণা সম্পাদক মো: মুক্তার হোসেন জীবন,মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: রজব আলী প্রমুখ।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে অতিথিবৃন্দ উপস্থিত সকলের উদ্দেশ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখপূর্বক দিক নির্শেশনামূলক বক্তব্য প্রদান করেন।