টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর শশীমূখি উচ্চ বিদ্যালয়ে সদ্য প্রতিষ্ঠিত “সালাম পিন্টু পাঠাগার”পরিচালনা,নীতিমালা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাহাদুর মাষ্টারের সঞ্চালনায় সোমবার ২৯ সেপ্টেম্বর উক্ত সভায় সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক ভিপি গোলাম রোজ তালুকদার। আলোচনা সভায় পাঠাগারের সুষ্ঠু পরিচালনা,নীতিমালা প্রণয়ন এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও সর্বসম্মতিক্রমে পাঠাগারের নীতিমালা ও সংবিধান প্রণয়নের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।এখানে সিদ্ধান্ত হয় কমিটি ১ মাস সময়ের মধ্যে খসড়া নীতিমালা ও সংবিধান প্রনয়ন করে প্রতিষ্ঠাতা জনাব আব্দুস সালাম পিন্টুকে অবহিত করবেন বলে আশ্বাস প্রদান করেন।আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষানুরাগী দেওয়ান মুনছুর মো.চান মিয়া মাস্টার,বিশিষ্ট সমাজসেবক বিএনপি নেতা আঃ রশিদ,হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ হালিম,হেমনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.খাদেমুল ইসলাম, মো. সাইফুদ্দিন, বিএমজিটি-এর জেলা সভাপতি ও বাংলা বাজার মাদ্রাসার অধ্যাপক কে.এম.শামীম, হেমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মো.মনিরুল ইসলাম অপু,হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.হারুনুর অর রশিদ, জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আতিকুর রহমান, নলিন আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোসা: নূর নাহার,হেমনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.মিজানুর রহমান, হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আনিছুর রহমান গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.মুক্তার হোসেন জীবন।
আরও উপহিত ছিলেন সিনিয়র শিক্ষক মো.গোলাম মোস্তফা, আবু হানিফ, মো.শামীম হোসেন, সাবেক ছাত্রদল নেতা গোলাম রব্বানী, মো.মফিজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি ভিপি গোলাম রোজ তালুক দার বলেন আলোকিত হেমনগর গড়তে হলে আলোকিত মানুষের প্রয়োজন।একমাত্র পাঠাগারই পারে আলোকিত মানুষ গড়তে।বিশিষ্ট শিক্ষানুরাগী দেওয়ান মুনছুর মো:চান মিয়া মাস্টার বলেন জ্ঞান আরোহনের কেন্দ্রবিন্দু হলো পাঠাগার। বিএমজিটির জেলা সভাপতি কে.এম.শামীম বলেন মাদকমুক্ত এলাকা করতে হলে শিক্ষার্থীদের পাঠাগারমূখী করতে হবে।পাশাপাশি শিল্প-সাহিত্য, ক্রীড়া-সাংস্কৃতিক চর্চাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এডভোকেট আব্দুস সালাম পিন্টু পাঠাগারের জন্য মো.রফিকুল ইসলাম মিয়াকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মো.হারুনুর অর রশিদ, সহ.অধ্যাপক কে.এম.শামীম, মো. সাইফুদ্দিন,মো.আনোয়ার হোসেন,মিজানুর রহমান,আতিকুর রহমান,মো.মুক্তার হোসেন জীবন, মোসাঃ নূরুননাহার, ইসমত আরা, দেওয়ান মুনছুর মো: চাঁন মিয়া। উক্ত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠনতন্ত্র সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক,ইমাম এবং খতিব মাওলানা আবুবকর সিদ্দিক। সভায় আরও উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়নের রাজনৈতিক ব্যাক্তিবর্গ,হেমনগর ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সকলেই পাঠাগারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।