যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডের টার্নবেরিতে সাংবাদিকদের বলেন, গাজায় ‘প্রকৃত দুর্ভিক্ষ’ চলছে। তবে, ট্রাম্পের এমন মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি দেয়া এক বক্তব্যর পরিপন্থী। নেতানিয়াহু সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেন, ‘গাজায় কোনো দুর্ভিক্ষ নেই’। সবাই ত্রাণ ঠিকঠাক মতো পাচ্ছে।
ট্রাম্প দাবি করেন, ইসরায়েলের সাহায্য অবরোধের মধ্যে গাজায় চলমান দুর্ভিক্ষ ও অপুষ্টি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সেখানে ‘খাদ্য কেন্দ্র’ স্থাপন করতে যাচ্ছে। ট্রাম্প স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) বলেন, ‘আমরা খাদ্য কেন্দ্র স্থাপন করব, এবং আমরা কিছু ভালো মানুষের সঙ্গে মিলে এটি করব। আমরা তহবিল সরবরাহ করব—আমরা এইমাত্র ট্রিলিয়ন ডলার আয় করেছি, আমাদের প্রচুর টাকা আছে। আমরা কিছু টাকা খাদ্যের পেছনে ব্যয় করব, এবং অন্যান্য দেশও আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। সুতরাং, আমরা খাদ্য কেন্দ্র স্থাপন করব, যেখানে মানুষ বিনা বাধায় প্রবেশ করতে পারবে, কোনো বেড়া থাকবে না।’
গাজায় বেসামরিক নাগরিকদের কাছে সাহায্য পৌঁছাতে বিলম্বের জন্য মূলত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস)-কে দায়ী করা ট্রাম্প এবার স্বীকার করেছেন যে ইসরায়েলেরও ‘অনেক দায়িত্ব’ রয়েছে, কারণ তারা অঞ্চলটিতে সাহায্য প্রবাহ সীমিত করেছে। তবে তিনি আবারও হামাসকে গাজায় আটকা পড়ে থাকা বন্দিদের মুক্তি দিয়ে আলোচনা সহজ করার আহ্বান জানান। ট্রাম্প বলেন, ‘গাজায় আসলেই দুর্ভিক্ষের মতো অবস্থা। আমি এটি দেখছি, আর এটা নকল করা যায় না। তাই আমরা আরও বেশি সম্পৃক্ত হতে যাচ্ছি।’