বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় দুই পক্ষের দ্বন্দ্ব ও উত্তেজনার কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ধারা আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার জানিয়েছেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার এবং জনস্বার্থ ও জান-মালের ক্ষতির আশঙ্কায় পৌর এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।”
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “গত মঙ্গলবার রাত থেকেই পুলিশ টহল জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর উত্তেজনা: দলের স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, উপজেলা বিএনপি আজ পৌর এলাকার দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে। একই সময়ে অপর পক্ষও তাদের নিজস্ব অনুষ্ঠান ঘোষণা করেছে। এতে কার্যালয়ে প্রবেশে হুমকি ও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
আগের দিন, ২৫ আগস্ট জেলা বিএনপি নির্দেশ দেয় সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের। তবে অনিয়মের অভিযোগে অসন্তুষ্ট নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পাল্টা বিক্ষোভ: সাদিকের বিরুদ্ধে ‘অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে’ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনীতিতে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।