খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এক প্রেস কনফারেন্সে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ঘটনার দিন দাদীর বাড়িতে টাকা চাইতে গেলে সাইফুলের সঙ্গে ভিকটিমদের তর্ক হয়। এরপর ক্ষোভ থেকে হত্যার পরিকল্পনা করে সে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে রাহেনা আক্তারকে এবং পরে পাশের ঘরে থাকা আমেনা খাতুনকে হত্যা করে সাইফুল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এর আগে, গত ২১ আগস্ট রামগড়ের বাগান টিলার নিজ বাড়ি থেকে মা আমেনা খাতুন ও মেয়ে রাহেনা আক্তারের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রাহেনার ছেলে হাসান বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করেন। স্থানীয়রা ঘটনাটিকে নৃশংস ও হৃদয়বিদারক বলে উল্লেখ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।