দেশের রাজনীতির অন্যতম পুরোধা, লেখক, গবেষক, তাত্ত্বিক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হয়।
এ সময় রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অঙ্গনের মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। বুদ্ধিজীবী ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন লেখক, গবেষক ও বিশ্লেষক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন বদরুদ্দীন উমর। দেশের রাজনৈতিক পরিবর্তন ও সামাজিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক ভূমিকা পালন করেন।
২০২৫ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার এ ভূষিত হলেও তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। মৃত্যুকালে যা রেখে গেছেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বদরুদ্দীন উমর। ৯৪ বছর বয়সে রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।