বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গসংগঠন, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজা ও সদস্য সচিব এ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন; শুক্রবার (৩ জানুয়ারি) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন করেন। জুমার নামাজ আদায় শেষে তারা মসজিদ সংলগ্ন এলাকা ও মার্কেটে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক উপস্থাপিত, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ ও জনমত গঠনে প্রচারণা চালান।
এসময় তাদের সাথে ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সম্মানিত সদস্য ক্বারী মোঃ আমিরুল ইসলাম, টাঙ্গাইল জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, সাবেক যুগ্ম আহবায়ক মো. বোরহান উদ্দিন, মীর তানভীর আহমেদ, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।
ওলামা দলের নেতারা বলেন, মসজিদটি আজ আমরা স্বচক্ষে দেখেছি আলহামদুলিল্লাহ, মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামসহ মসজিদ সংশ্লিষ্ট সবাইকে ওলামা দলের পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। এই মসজিদের মাধ্যমে টাঙ্গাইল জেলা সারা বিশ্বে পরিচিত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফার পক্ষে জনমত গঠনে আমাদের প্রচারণা অব্যাহত থাকবে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ষ্ট্যাচু/মুর্তি নির্মাণ করে ধ্বংস করা হয়েছে। বিএনপির সরকার গঠন করলে সেগুলো ইসলামের প্রচার ও প্রসারের জন্য ব্যয় করা হবে ইনশাআল্লাহ।