কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— তাহমিনা বেগম এবং তার মেয়ে সুমাইয়া আফরিন, যিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কীভাবে উদ্ধার হলো মরদেহ পুলিশ জানায়, নিহত তাহমিনার ছেলে রাতে বাসায় গিয়ে মা ও বোনকে ঘুমন্ত অবস্থায় পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তি এ ঘটনায় সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তিকে ওই বাসায় প্রবেশ করতে দেখা গেছে। পুলিশ জানায়, ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে খুঁজে বের করা হবে।
প্রাথমিক তদন্তের তথ্য নিহত দু’জনের শরীরে মৃদু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করছে পুলিশ। মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।