আজ ১৯শে আগস্ট ২০২৫ মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বৃক্ষ বিতরণ করা হয়েছে।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান,উপদেষ্টা সদস্য শিক্ষক মীর আতিকুর রহমান কবির, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন এবং ডাক্তার সৈকত হাসান।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মধ্যে প্রান্ত, কবির, হামিদ, রিফাত, সিফাত, কাব্য, শাকিল, সাব্বির, জহুরুল, আসিফ, সাইফুল, রবিন, মীম, তানহা, তাসনিয়া, ত্রিশা, উমায়ের, আসিফ ইসলাম, আজিজ, মিরনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই কাজে সার্বিক সহযোগিতা করেছেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও প্রবাসী ব্যবসায়ী মোঃ আয়নাল।
কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি হাসিব হোসাইন প্রান্ত বলেন, এটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। কালিহাতিকে সবুজায়ন করার লক্ষ্যে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছ লাগানোর আগ্রহ বৃদ্ধি পাবে। এছাড়াও সমাজসেবা, মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।