টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় উপজেলা চত্বর মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মো: আশরাফ আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: আছাদুজ্জমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আমির হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া প্রমুখ। ম্যাচ পরিচালনা করেন ঘাটাইল উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারিকুল ইসলাম ও ম্যাচ ঘোষক ও স্কোর পরিচালনা করেন, উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ।
আন্তর্জাতিক নিয়মে ২৪ দল ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলায় অংশগ্রহণ করবেন।