সমাচার ডেস্ক : টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
সোমবার ৫ মে বিকেলে উপজেলার বন বিভাগ বিশ্রামাগারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেলের চালক নিহত হয়।
নিহত সোহাগ (২৫) উপজেলার সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানায়, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সোহাগ। পথিমধ্যে কালিহাতী উপজেলার বন বিভাগের বিশ্রামাগারের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইল গামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্বানীয়রা উদ্ধার করে সোহাগকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল ২৫০ শয্যা হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আতিকুর রহমান জানান, কালিহাতীতে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।