টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় মহিউদ্দিন আকন্দ (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুপুর ১টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মহিউদ্দিন কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের আনোয়ার হোসেন আকন্দর ছেলে। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে গেছেন বলে স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া নিশ্চিত করে জানিয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন মহিউদ্দিন। পথে ঘটনাস্থলে এলে বাসচাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। যমুনা সেতু পূর্বপার থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত মহিউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন। দুপুরের পর জানতে পারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে।