সমাচার ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নদীতে পানিতে ডুবে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার আকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোসল করার সময় ওই যুবক নদীতে ডুবে যায়। পরে নদীর আশে পাশে থাকা স্থানীয়রা উদ্ধার করে পানি থেকে উপরে তুলে আনার পর দেখে তার মৃত্যু হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, স্থানীয়রা লাশটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে ওই যুবক আশে পাশের কারো বাড়িতে বেড়াতে এসেছিলেন। যে কারনে তার পরিচয় সনাক্ত করা যায়নি। আমরা চেষ্ঠা করছি তার পরিচয় জানার জন্য। পরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।