মোঃ এরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখার স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)–এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান জোসেফ।
কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. সাকিব মন্সীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য ৮২ সদস্যবিশিষ্ট নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা মাভাবিপ্রবি শাখার কার্যক্রম আরও গতিশীল করবে।
এ বিষয়ে জানতে চাইলে দৈনিক টাঙ্গাইল সমাচার পএিকাকে সিআরসি, মাভাবিপ্রবি শাখার নবনির্বাচিত সভাপতি মো. দ্বীন ইসলাম বলেন,“সমাজে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমরা বিশ্বাস করি, সমাজের সবচেয়ে অবহেলিত পথশিশুরাও সুন্দর জীবনের অধিকার রাখে। তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জোসেফ বলেন,“আলহামদুলিল্লাহ এটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব, যা আমি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত মনে করি। আগামী এক বছরের জন্য আমাদের নানা পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য থাকবে তৃণমূল পর্যায়ে কাজ করা এবং সংগঠনের কার্যক্রমে নতুনত্ব আনা। একসাথে যুক্ত হয়ে আমরা গড়ে তুলব একটি পথশিশু-মুক্ত সমাজ।”