জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশালের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশ সূত্রে জানা যায়, তৌহিদ আফ্রিদিকে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের সময় তৌহিদ আফ্রিদির প্রতিক্রিয়া গ্রেপ্তারকালে তৌহিদ আফ্রিদি বলেন, আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। এটি আমাদেরই বাসা, আমার দাদার বাড়ি। দাদার কবর জিয়ারত করতে এসেছি।”
এসময় তাকে পুলিশ ভ্যানে তোলার আগে তিনি প্রশ্ন করেন, “আমরা ডিবিতে যাচ্ছি না?” তখন পাশ থেকে ইতিবাচক সাড়া আসে। পুলিশের বক্তব্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। স্থানীয় পুলিশও এ অভিযানে সহযোগিতা করেছে।”
জেআরএ’র আলটিমেটাম এর আগে ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে অভিযোগ করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে যুক্ত ছিলেন। পোস্টে আরও বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, পুনাব এবং জুলাই ঐক্যসহ সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। কোনো নাটক নয়, সরাসরি গ্রেপ্তার করতে হবে।”