কক্সবাজার, ৪ সেপ্টেম্বর: কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান থেকে আমিন উল্লাহ (২৮) নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সৈকতের পর্যটন গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে তার মরদেহটি পাওয়া যায়।
নিহত আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামের একটি অনলাইন ফেসবুক পেজের এডমিন ছিলেন। পাশাপাশি তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী হিসেবেও কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, “সকালে স্থানীয়রা ঝাউবাগানে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে গাছের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহটির পা মাটির কাছাকাছি ছিল, তবে গলায় দড়ির দাগ ছাড়াও শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।” পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।