পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও সবুজ অর্থনীতির বিকাশকে সামনে রেখে সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫। এই কর্মসূচির মাধ্যমে পাঁচ লক্ষ চারা বিতরণের মহৎ লক্ষ্য বাস্তবায়নে বরাদ্দ রাখা হয়েছে পাঁচ কোটি টাকা।

কার্যক্রমের অগ্রগতি
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চারা বিতরণ কার্যক্রম। দেশের ২৫টি জোনের ১৩৯টি শাখার মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এবারের উদ্যোগে অন্তর্ভুক্ত রয়েছে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা, যা সরাসরি শাখার সদস্য এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। সেপ্টেম্বর মাসেই মোট ১,৬২,০০০ চারা বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।বাকি চারাগুলো আগামী মে-জুন ২০২৬ মৌসুমে বিতরণ করা হবে।
প্রতিষ্ঠাতার অনুপ্রেরণা
এসএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভূইয়া শৈশবকাল থেকেই বৃক্ষপ্রেমী ছিলেন। তিনি শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ নন–প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকেই তিনি পরিবেশ সংরক্ষণ, বনায়ন, জৈব কৃষি উৎপাদন ও সবুজ অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। এই ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে এসএসএস পেয়েছিল প্রধানমন্ত্রীর বনায়ন পুরস্কার।
সবুজ প্রতিশ্রুতি
বর্তমান সভ্যতার অস্তিত্ব আজ প্রকৃতি ও পরিবেশের সুরক্ষার ওপর নির্ভর করছে। এসএসএস-এর এই উদ্যোগ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়—এটি আগামী প্রজন্মের জন্যও সবুজ পৃথিবী নিশ্চিত করার সাহসী অঙ্গীকার।

[প্রসঙ্গত, এসএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভূইয়া বর্তমানে অসুস্থ হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।]