বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টি (SA20)-এর নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন তিনি।
ডারবান সুপার জায়ান্টসে তাইজুল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে অনুষ্ঠিত এসএটোয়েন্টির চূড়ান্ত নিলামে প্রায় ৩৫ লাখ টাকায় তাইজুলকে দলে ভিড়িয়েছে ডারবান সুপার জায়ান্টস। এই দলে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন হেইনরিখ ক্লাসেন, জস বাটলার, সুনীল নারাইন ও এইডেন মার্করামের মতো তারকাদের।
আন্তর্জাতিক ও ঘরোয়া রেকর্ড বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নাটোরের এই স্পিনার। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিসংখ্যান বেশ সমৃদ্ধ—এ পর্যন্ত ১০৫ টি-টোয়েন্টি ম্যাচে ৮৮ উইকেট শিকার করেছেন।
বাংলাদেশি খেলোয়াড়দের নিলামের অবস্থা এবারের নিলামে অংশ নেন মোট ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের মতো তারকারা অবিক্রীত থেকে যান। তালিকায় থাকা অন্যরা হলেন—তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।