বলিউডে সালমান খানের হাত ধরে লিডিং লেডি হিসেবে পা রাখেন ডেইজি শাহ। চল্লিশের পথে পা রাখলেও তিনি অভিনয়ে অতটা সরব নন। ব্যক্তিগত জীবনে এখনও একা, বিয়ে করেননি। এক সাক্ষাৎকারে ডেইজি জানান, তিনি নিরাপদ ও আত্মনির্ভরশীল, তাই কোনো পুরুষের প্রয়োজন নেই।
তিনি বলেন, “আমার মা ও বোন বিয়ের জন্য চাপ দিতেন, কিন্তু আমার কাকা বলতেন, ‘সে স্বাধীন মেয়ে, নিজে যা ভালো তাই করবে।’ এখন আমার মা-ও এটা মেনে নিয়েছেন। ডেইজি আরও জানান, জীবনে যেসব পুরুষ এসেছে, তারা সবসময় পরিবারের ‘পুরুষ’ হতে চেয়েছে, যা তার পছন্দ হয়নি। “আমি এতটাই নিরাপদ ও আত্মনির্ভরশীল যে আর্থিকভাবে পূর্ণ হওয়ার জন্য কোনো পুরুষের দরকার নেই।”
তিনি অতীতের নারীর পরিস্থিতিও তুলে ধরেন। “আগে ‘সেটেল’ মানে ছিল আর্থিক নিরাপত্তার জন্য বিয়ে করা। এখন পরিস্থিতি বদলেছে। মেট্রোপলিটান শহরে অনেক নারী স্বাধীনভাবে জীবন গড়ছে, তবে ছোট শহরে এখনও এ ধরনের চিন্তাভাবনা দেখা যায়। ডেইজি শাহের এই মুক্তমনা দৃষ্টিভঙ্গি এবং নারী স্বাধীনতা নিয়ে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।